চলতি বিপিএলে শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। প্রথম কয়েকটি ম্যাচে ব্যাট-বলে ছন্দহীন ছিলেন তিনি। তবে ছন্দে ফিরতে সাকিবের বেশি সময় লাগেনি। শেষ চার ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দারুণভাবে। তবে বিপিএলের মাঝপথে দুঃসংবাদ পেলেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে দীর্ঘ পাঁচ বছর পর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছেন সাকিব আল হাসান। সাবেক এই অধিনায়ককে পেছনে ফেলে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী।
আরো পড়ুন: টি-টোয়েন্টি থেকে অবসরের চূড়ান্ত সময় জানালেন ওয়ার্নার
২০১৯ সালের ৭ মে আফগান অলরাউন্ডার রশিদ খানকে হটিয়ে শীর্ষস্থান দখল করেন সাকিব। অতঃপর তিনি ১ হাজার ৭৩৯ দিন রাজত্ব করেন। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে একটানা এতদিন কেউ থাকতে পারেনি । তবে সাম্প্রতিক সিরিজ গুলোতে সাকিবের ইনজুরি, পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজে নবীর দুর্দান্ত পারফরম্যান্স র্যাঙ্কিংয়ের এই পরিবর্তনে ব্যাপক অবদান রেখেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন নবী। একই ম্যাচে একটি উইকেটও নিয়েছিলেন তিনি। আর তাতেই এক ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের এক নম্বর আসনটি দখল করেছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। সাত ধাপ এগিয়েছেন তিনি। ৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নবী। ৩১০ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব।