প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ’র ইতিহাস

প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ'র ইতিহাস mysportsbd.com-google-news-channel  

জাতীয় দলে অভিষেকের পর থেকেই বল হাতে আলো ছড়াচ্ছেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও সাদা পোশাকে কখনো শীর্ষে উঠতে পারেননি তিনি। বুমরাহ’র সেই আক্ষেপ মিটলো এবার। প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ৩০ বছর বয়সী এই তারকা।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে তিন ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। বুমরাহ’র বর্তমান রেটিং ৮৮১। এর আগে র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ তৃতীয় স্থানে উঠতে পেরেছিলেন ডানহাতি এই পেসার। ৮৫১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে যুক্ত হলেন রিকি পন্টিং

এর আগে ভারতীয় পেসার হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ দ্বিতীয় স্থানে উঠতে পেরেছিলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার কপিল দেব। ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত শীর্ষ স্থানটি কপিলের দখলে ছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দারুণ ফর্মে রয়েছেন বুমরাহ। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এই ম্যাচে ৯১ রান খরচায় ৯ উইকেট শিকার করেছেন বুমরাহ। এর মধ্যে প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও প্রথম ভারতীয় বোলার হিসেবে দ্রুততম ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আরো পড়ুন