বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মানেই এখন উত্তাপ। নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্সের পর ওয়ানডে বিশ্বকাপে টাইমড আউট বিতর্ক উত্তাপ ছড়িয়েছে। এবার বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ‘হাতের ঘড়ি’ দেখিয়ে উদযাপন করেছে লঙ্কান ক্রিকেটাররা। ম্যাচ শেষে দুই দলের সংবাদ সম্মেলনেও উঠে আসে বিষয়টি। তবে এই বিষয় নিয়ে কোনো মাথাব্যথা নেই বাংলাদেশের অধিনায়ক শান্তর।
গতকাল শনিবার (৯ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কানদের উদযাপন প্রসঙ্গে শান্ত বলেন, ‘আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। আমার মনে হয়, ওরা যে জিনিসটা করেছে, ওই টাইমড আউট নিয়ে তো দেখিয়েছে। ওরা এখনও টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয়, বের হওয়া উচিত এবং বর্তমানে থাকা উচিত। আমার মনে হয়, আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটু বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটি নিয়ে চিন্তিত নই।’
আরো পড়ুন: আইপিএল ২০২৪: কে কোন দলের অধিনায়ক?
এ বিষয়ে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘আমার মনে হয়, এটা থেকে আমরা বের হয়ে এসেছি। এটা কেবলই একটা উদযাপন, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা ম্যাচের উত্তেজনায় হয়েছে, দুই দলেরই এর থেকে বের হয়ে আসা উচিত।’
এদিকে, ইনিংসের চতুর্থ ওভারে তাওহীদ হৃদয় আউট হওয়ার পর কিছুক্ষণের জন্য মাঠে উত্তেজনা ছড়িয়েছে। হৃদয়কে লঙ্কান ক্রিকেটারদের জটলার মধ্যে তেড়ে যেতে দেখা গেছে। শ্রীলঙ্কার ক্রিকেটাররাও ছিলেন আক্রমণাত্মক রূপে। তবে ঠিক কী হয়েছিল, সেই ব্যাপারে কিছু বলেননি অধিনায়ক শান্ত।