রংপুরের হাত ধরে বিপিএলে ফিরলেন মমিনুল হক

রংপুরের হাত ধরে বিপিএলে ফিরলেন মমিনুল হক mysportsbd.com-google-news-channel  

সাদা পোশাকে বাংলাদেশের অপরিহার্য ব্যাটসম্যান মুমিনুল হক। সাদা পোশাকে যতটা আরাধ্য, রঙিন পোশাকে ততটাই বিবর্ণ। বিপিএলের দশম আসরের শুরুতে দল পাননি তিনি। তবে বিপিএল মৌসুমের মাঝামাঝি সময়ে কপাল খুললো মুমিনুলের। তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বিপিএলের টেবিল টপার রংপুর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম চলে যাবেন। তার শূন্যস্থানেই মুমিনুলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ’র ইতিহাস

টেস্টে নিয়মিত হলেও গত দুই বছর ধরে বিপিএলে অনিয়মিত তিনি। এবারও সুযোগ পাননি। তবে ভাগ্য খুলে গেল মাঝপথে এসে। সেই সুযোগ কাজে লাগাতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও নিজেকে মেলে ধরার সুযোগ এসেছে তার। নিশ্চয়ই তিনি সেই সুযোগ হেলায় হারাতে চাইবেন না।

চলতি আসরে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। প্রথম তিন ম্যাচ শেষে মাত্র একটি জয় ছিল তাদের ঝুলিতে। তবে পরবর্তী চারটি ম্যাচে টানা জয় পেয়েছে দলটি। এতে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাকিব আল হাসানের দল। গত ম্যাচে সাকিব নিজেও করেছেন দারুণ অলরাউন্ড পারফরম্যান্স।

আরো পড়ুন