বিপিএলের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত ১২১ রানে থামে তাদের ইনিংস। ছোট লক্ষ্য তারা করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
খুলনার তিন শীর্ষ ব্যাটসম্যান সুবিধা করতে না পারলেও চার নম্বরে নেমে দলের হাল ধরেন আফিফ হোসেন। পাঁচ নম্বরে খেলতে আসা মাহমুদুল হাসান জয় তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। ২৮ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আফিফ। ৪৪ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন জয়। শেষ দিকে ৮ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলে খুলনার জয় নিশ্চিত করেন ফাহিম আশরাফ।
আরো পড়ুন: বিপিএল মাতাতে আসছেন বিগ ব্যাশের তারকা ব্যাটার
এর আগে খুলনার হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদুল ইসলাম। ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে শিকার করেছেন ৪টি উইকেট। নাহিদুলকে দারুণ সঙ্গ দিয়েছেন ফাহিম আশরাফ। তিনি চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন শহিদুল ইসলাম। এছাড়া চট্টগ্রামের মাত্র একজন ব্যাটসম্যান ২০ রানের কোটা পার করতে পেরেছেন। আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরান ২২ বলে ২৪ রান করেন।