Bangladesh এর বিপক্ষে নিউজিল্যান্ডের T20 স্কোয়াডে দুই পরিবর্তন

two-changes-to-new-zealands-t20-squad-against-bangladesh mysportsbd.com-google-news-channel  

Bangladesh এর বিপক্ষে বহুল প্রতীক্ষিত T20I সিরিজের জন্য কেন উইলিয়ামসনকে আনুষ্ঠানিকভাবে দলের অধিনায়ক করে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তবুও, উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে, নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট স্কোয়াডের কম্পোজিশনের মধ্যে বেশ কয়েকটি পরিবর্তন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ১৩ সদস্যের দলে রদবদল হয়েছে।

T20 দল থেকে নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। কারণ দু’জনেই খানিকটা ইনজুরিতে রয়েছেন। উইলিয়ামস দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন। বিশ্বকাপের আগে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। অন্যদিকে জেমিসনের হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে।

আরো পড়ুন: ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

তাই এই সিরিজে তাদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে দলটির মেডিক্যাল বিভাগ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের বিষয়টি মাথায় রেখেই এই দুই ক্রিকেটারের ওপর বিশেষভাবে যত্নশীল টিম ম্যানেজমেন্ট।

দলে উইলিয়ামসনের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। এর আগে বিশ্বকাপেও উইলিয়ামসনের স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। রাচিন রবীন্দ্র তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ওয়ানডে দলে ইতিমধ্যেই পাকাপোক্ত জায়গা নিশ্চিত করেছেন। বর্তমানে T20 ম্যাচে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ রয়েছে তার। এছাড়া জেমিসনের স্থলাভিষিক্ত হয়ে নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন জ্যাকব ডফি।

আগামী ২৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপিয়ারে। সিরিজের বাকি দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

আরো পড়ুন