দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স mysportsbd.com-google-news-channel  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন। দলের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হলেও কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

ডুসেনকে এখনই দলে পাবে না রংপুর রাইডার্স, এটা অনেকটাই নিশ্চিত। কারণ এই টপ অর্ডার ব্যাটসম্যান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। ঘরোয়া এই লিগ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এসএ২০-র চলতি মৌসুম শেষে বিপিএলে যোগ দিতে পারেন ডুসেন।

আরো পড়ুন: আইসিসির নিষেধাজ্ঞা থেকে রেহাই পেল শ্রীলঙ্কা

এখন পর্যন্ত এসএ২০-তে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ডুসেন। এমআই কেপটাউনের হয়ে সাত ম্যাচে ৩৩ গড়ে ২৩১ রান এসেছে তার ব্যাট থেকে। ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ডুসেন অবস্থান করছেন পাঁচ নম্বরে।

ডুসেনের টি-টোয়েন্টি ক্যারিয়ার তার সাম্প্রতিক ফর্মের মতোই সমৃদ্ধ। ১৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রায় ৩৬ গড়ে সংগ্রহ করেছেন ৪ হাজার ৯১১ রান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৩ ম্যাচ খেলে করেছেন ১০৭১ রান। যেখানে তার গড় প্রায় ৩৫।

আরো পড়ুন