ফিফার বর্ষসেরা প্রাথমিক স্কোয়াডে মেসি-রোনালদো

ফিফার বর্ষসেরা প্রাথমিক স্কোয়াডে মেসি-রোনালদো mysportsbd.com-google-news-channel  

দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপ ছেড়ে দুই ভিন্ন মহাদেশে পাড়ি জমিয়েছেন। তবে ইউরোপ ছাড়ার পরও ২০২৩ সালে ফিফার বর্ষসেরা স্কোয়াডে জায়গা পেয়েছেন দুজনেই। মেসি ও রোনালদো ছাড়াও রয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমার নামও।

বুধবার (৩ জানুয়ারি) ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বছরের সেরা একাদশের জন্য মনোনীত ফুটবলারদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে ২৮ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার বছরের সেরা দলের পক্ষে ভোট দিয়েছেন। আসছে ১৫ তারিখ লন্ডনে সেরা একাদশ ঘোষণা করা হবে।

আরো পড়ুন: ১৭ বছর পর মেসির ‘পেনাল্টিহীন’ বছর পার

২৩ জন খেলোয়াড়কে ফিফপ্রোর প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে। যেখানে ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ফুটবলারদের পারফরমেন্স বিবেচনা করা হয়েছে। এই সময়ের মধ্যে কমপক্ষে ২৩ টি ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের স্কোয়াডের জন্য মনোনীত করা হয়েছে।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড…

গোলকিপার
থিবো কোর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার
রুবেন দিয়াজ, ফন ডাইক, এডার মিলিতাও, রুডিগার, জন স্টোনন্স, কাইল ওয়াকার

মিডফিল্ডার
জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, রদ্রি, বেনার্দো সিলভা, ফেডরিকো ভালভার্দে

ফরোয়ার্ড
করিম বেনজেমা, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়াস জুনিয়র।

এর আগে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা নেইমার ২০২২ ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পাননি। এবার রোনালদো সুযোগ পেলেও নেইমার এবারো জায়গা পাননি।

আরো পড়ুন