কোপা আমেরিকার আগে দুইটি প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

কোপা আমেরিকার আগে দুইটি প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কারা? mysportsbd.com-google-news-channel  

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার বাকি আর চার মাস। আগামী জুনে শুরু হবে এবারের কোপা আমেরিকা। টুর্নামেন্ট শুরুর আগে ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। একটির প্রতিপক্ষ নিশ্চিত হয়েছিল আগেই। মেক্সিকোর বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

জানা গেল দ্বিতীয় প্রতিপক্ষের নাম। টুর্নামেন্টের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। তাদের বিপক্ষেই দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। নিজেদের ওয়েবসাইইটে আনু্ষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সকার। জানিয়েছে খেলার তারিখও।

আরো পড়ুন: ৭৫০ গোলের মাইলফলক ছুঁলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ব্রাজিল-যুক্তরাষ্ট্র লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। এর আগে ৮ জুন মেক্সিকোর বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলপর্বে ব্রাজিল পড়েছে ডি গ্রুপে। ১৬ দলের অংশগ্রহণে কোপা আমেরিকা-২০২৪ শুরু হবে ২০ জুন থেকে। শেষ হবে ১৪ জুলাই।

এর আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও অংশ নেবে দুটি প্রস্তুতি ম্যাচে। আফ্রিকা মহাদেশের দুই দেশ নাইজেরিয়া ও আইভরি কোস্টের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। আগামী ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

আরো পড়ুন