টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ mysportsbd.com-google-news-channel  

এ বছর অনুষ্ঠিত হবে আরেকটি বিশ্বকাপ। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে টাইগাররা।

আরো পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দলে নেই সাকিব

এরই প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।

জালাল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা পাঁচটি টি-টোয়েন্টি খেলব। এখন বিপিএল চলমান। এরপর যুক্তরাষ্ট্র দলের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে আমাদের। এটিও আমাদের অনুশীলন এবং প্রস্তুতির মধ্যেই পড়ে।’

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে বাংলাদেশের।

আরো পড়ুন