শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দলে নেই সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দলে নেই সাকিব mysportsbd.com-google-news-channel  

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। বিষয়টি আগে থেকেই জানা ছিল। এবার জানা গেল, ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না সাকিব।

বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন সাকিব। তাই ওয়ানডে, টি-টোয়েন্টির পর তাকে টেস্ট সিরিজেও পাওয়া যাচ্ছে না।

আরো পড়ুন: প্রথমবার সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল

জালাল ইউনুস বলেন, ‘তার চোখে একটা সমস্যা ছিল তার জন্য একটা সমস্যা হচ্ছিল। তবে সেটা সাময়িক। আশা করি, শ্রীলঙ্কা সিরিজের জন্য বিরতি নিলেও যে যখন আবার ফিরবে তখন ভালোভাবেই ফিরবে।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি সাকিব। আঙুলে আঘাতের পরে চোখের সমস্যাও যুক্ত হয়। তবে চোখের সমস্যা নিয়েই বিপিএলে খেলছেন তিনি। শুরুর ম্যাচগুলোতে চোখের সমস্যায় ভুগতে হয়েছে তাকে। তবে এসব পেছনে ফেলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, আগামী মাসেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। লঙ্কানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে টাইগাররা।

আরো পড়ুন