পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে। এবার নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে ক্রমাগত ব্যর্থতার বৃত্ত ভাঙার লক্ষ্যে মাঠে নামার অপেক্ষায় আছে সেলেসাওরা। এরই মধ্যে তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার ইনজুরির খবর সামনে এসেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামের হয়ে দারুণ সময় পার করছিলেন তিনি। তবে বাম হাঁটুর ইনজুরির কারণে পাকেতাকে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
গত রোববার এফএ কাপে ওয়েস্ট হ্যাম ও ব্রিস্টল সিটির মধ্যকার ম্যাচে মাঠে নেমেছিলেন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়। তবে গত ডিসেম্বরে আর্সেনালের বিপক্ষে পাওয়া চোট আবারো নতুন করে তাকে বেকায়দায় ফেলে। যার ফলে ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে মাঠ ছাড়তে হয় তাকে।
আরো পড়ুন: মারাকানা সংঘাত: ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা
হাঁটুর ইনজুরির কারণে ২ জানুয়ারি ব্রাইটনের বিপক্ষে ম্যাচও খেলতে পারেননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আঘাতের পরিমাণ জানতে পাকেতার একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ২০২৩ সালে ওয়েস্ট হ্যামের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিলেন। তার ইনজুরির খবরটি অবশ্যই ডেভিড ময়েসের দলের জন্য একটি বড় ধাক্কা।
গত বছরের জুনে ৪৩ বছরের ইতিহাসে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ওয়েস্ট হ্যাম। ইউরোপা কনফারেন্স লিগে ফ্লোরেন্তিনাকে হারিয়েছিল তারা। ম্যাচ জেতানো গোলটি এসেছিল পাকেতার পাস থেকে।