কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিশ্চিতভাবে সবচেয়ে শক্তিশালী দল। দেশীয় তারকাদের পাশাপাশি দলটির বিদেশী তারকাদের পাল্লাও বেশ ভারী। দলটির অবস্থান এমনই হয়েছে যে, একাদশে কোন তারকাকে খেলাবে সেটা নিয়ে তৈরি হয়েছে মধুর সমস্যা।
এই মধুর সমস্যা আরো বাড়িয়ে দিল সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের আগমন। বিপিএলে কুমিল্লার হয়ে মাঠ কাঁপাতে বাংলাদেশে এসেছেন দুই ক্যারিবীয় ক্রিকেটার। এরই মধ্যে নারাইন ও রাসেল যোগ দিয়েছেন চট্টগ্রামের টিম হোটেলে। নতুন দুই তারকার সংযোজনে কুমিল্লা এখন আরও বেশি শক্তিশালী।
আরো পড়ুন: নতুন চুক্তিতে শান্তর বেতন সাকিবের চেয়ে বেশি, বাকিদের কার কত?
জাতীয় দল ও আইএল টি-টোয়েন্টি খেলায় ব্যস্ত ছিলেন আন্দ্রে রাসেল। সেখান থেকেই বাংলাদেশে এসেছেন তিনি। অন্যদিকে নারাইন খেলছিলেন আইএল টি-টোয়েন্টি। দুজনই এবার একসাথে বিপিএল মাতাবেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশী খেলোয়াড়
মঈন আলী, উইল জ্যাক, ম্যাথু ফোর্ডে, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জনসন চার্লস, ব্রুক গেষ্ট ও রেইমন রেইফার।