সরফরাজকে দলে ভেড়াতে আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির টানাটানি

সরফরাজকে দলে ভেড়াতে আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির টানাটানি mysportsbd.com-google-news-channel  

অভিষেক টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করে সবার মন জয় করে নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান সরফরাজ খান। সেই পারফরম্যান্সের পরই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে ডানহাতি এই ব্যাটসম্যানের। এবারের আইপিএল নিলামে এই অবিক্রীত ক্রিকেটারকে দলে ভেড়াতে মরিয়া অন্তত তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ খান ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন। কয়েকটি মৌসুমে রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তবে জাতীয় দলে ঢুকতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক হয়। রাজকোটে অভিষেক টেস্ট রাঙিয়েছেন নিজের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে। দুই ইনিংসেই দারুণ দুটি ফিফটি তুলে নিয়েছেন তিনি।

আরো পড়ুন: আইএলটি-২০ তে নিষিদ্ধ হলেন নূর আহমেদ

ভারতীয় সংবাদপত্রের তথ্য অনুযায়ী, সরফরাজকে দলে ভেড়াতে ইতিমধ্যেই আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তোড়জোড় শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের মধ্যে রয়েছে। অথচ গত ডিসেম্বরে আইপিএল নিলামে ২০ কোটি ভারতীয় রুপির ভিত্তি মূল্যে তাকে কিনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।

২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুন পারফরম্যান্সের পর সরফরাজকে দলে নিয়েছিল কোহলির বেঙ্গালুরু। সেই সময় চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার নজির গড়েছিলেন ১৭ বছর বয়সী সরফরাজ। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, কোহলিদের ভিড়ে খুব একটা সুযোগ পাননি সরফরাজ। ২০১৯ সালে তাঁকে ছেড়ে দেয় আরসিবি।

পরে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। ২০২১ সাল পর্যন্ত সেখানেই ছিলেন সরফরাজ। সেখানেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এরপর ২০২২ ও ২০২৩ মরশুমে সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালসে যোগ দেন সরফরাজ। সেখানেও অবহেলিত ছিলেন এই ক্রিকেটার। তবে এবারের মিনি নিলামের আগেই সরফরাজকে ছেড়ে দেয় দিল্লি।

আরো পড়ুন