২০২৪ সালের IPL Auction এ নাম বিভ্রাটের কারণে ভুল ক্রিকেটারকে কিনে ২০ লাখ রুপি জলে ঢালতে হলো Punjab Kings কে। ভুল করে নিলাম থেকে তারা সেই ক্রিকেটারকে কিনে ফেলেছিল।
Shashank Singh নামে এক ক্রিকেটারকে ২০ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব। পরে তারা বুঝতে পারে যে, একই নামের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তারা অনিচ্ছাকৃতভাবে অন্য শশাঙ্ককে কিনেছেন। পরে Punjab Kings কর্তৃপক্ষ সেই ভুল বুঝতে পারে।
পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ জানিয়েছে, নাম নিয়ে আমাদের বিভ্রাট হয়েছে। এই ইস্যুটি ঘিরে যথেষ্ট বিতর্কের পরে, Punjab Kings একটি বিবৃতি দিয়ে জানায় যে, Shashank Singh কে দলে নেওয়ার ভাবনা তাদের আগে থেকেই ছিল।
আরো পড়ুন: IPL Most Expensive Players List: আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ৫ ক্রিকেটার
Punjab Kings বুধবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে যে, তারা শুরু থেকেই শশাঙ্ককে তাদের দলে নেওয়ার পরিকল্পনা করেছিল। তবে বিষয়টি কিছুটা জটিল হয়ে ওঠে কারণ একই নামের আরও দুজন ক্রিকেটার ছিলেন। শশাঙ্ককে দলে পেয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত।
আসলে কী ঘটেছিল আইপিএলের নিলামে?
নিলাম শেষে দলগুলোকে জানানো হয়, তারা যে সব পছন্দের ক্রিকেটার কিনতে চায়, তাদের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়ার জন্য । শুধুমাত্র তাদেরকেই নিলামে তোলা হবে।
এই প্রক্রিয়া চলাকালীন নিলাম পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর Shashank Singh এর নাম ঘোষণা করেন। ন্যূনতম মূল্য ২০ লাখ রুপিতে তাকে কিনে নেয় পাঞ্জাব কিংস। তবে কেনার পরপরই পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া বুঝতে পারেন, তারা ভুল ক্রিকেটারকে কিনেছেন। তারা শশাঙ্ককে কিনতে চাননি।
Punjab Kings শশাঙ্ককে ফিরিয়ে নিতে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিল, তবে মল্লিকা তার সিদ্ধান্তে অটল ছিলেন। মল্লিকা সাগর জানান, একবার হাতুড়ির ঘা পড়ে যাওয়া মানেই নিলাম চূড়ান্ত হয়ে যায়। নিয়ম অনুযায়ী সেই ক্রিকেটারকে নিতেই হবে। এই কথা শোনার পর পাঞ্জাব শশাঙ্ককে পুনরায় নিলামে তোলার অনুরোধ জানায়।
তবে IPL Auction এ এমন কোনো বিধান না থাকায় সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। শেষ পর্যন্ত Shashank Singh কে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না পাঞ্জাবের। যদিও বুধবার Punjab Kings জানিয়েছে, শশাঙ্ককে দলে নেওয়ার পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল।