পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন Brazil বর্তমানে কঠিন সময় পার করছে। নিজেদের শেষ চার ম্যাচে তিনটি পরাজয় ও একটি ড্রয়ে বিপর্যস্ত তারা। উপরন্তু, তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে ষষ্ঠ স্থানে নেমে গেছে, যা বেশ হতাশাজনক। তবে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট Copa America তে নিজেদের ফর্ম ফিরে পেতে বদ্ধপরিকর তারা। এর প্রস্তুতি হিসেবে Brazil দল আগামী জুনে টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এছাড়া মার্চে বিশ্বের দুই বৃহত্তম ফুটবল দল ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছে তারা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এসব ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। জুনে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে ২৩ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর ২৬ মার্চ মাদ্রিদে আরেকটি প্রস্তুতি ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে তারা।
আরো পড়ুন: Copa America 2024 থেকে ছিটকে গেলো Neymar
দলের শীর্ষ খেলোয়াড় Neymar জুনিয়র সূচি ঘোষণার আগেই ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে দুর্ভাগ্যজনক খবর পৌঁছে দিয়েছেন। Copa America তে Neymar অংশ নেবেন না বলে নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। আসন্ন Copa America আসরে নেইমারকে ছাড়া ব্রাজিল আবারো তাদের পুরনো ছন্দ খুঁজে পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
আগামী বছর লাতিন আমেরিকায় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট Copa America শুরু হবে ২০ জুন। এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি কনক্যাকাফ নামে পরিচিত উত্তর আমেরিকা অঞ্চলের মেক্সিকোও অংশ নেবে। এছাড়া কনক্যাকাফ অঞ্চলের আরও দুটি দল প্লে-অফের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্টের ড্র ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, Brazil কে গ্রুপ ডি-তে রাখা হয়েছে। ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা বা হন্ডুরাস (প্লে অফে এই দুই দল একে অপরের বিপক্ষে খেলবে)।
এর আগে ব্যর্থতার বৃত্তে থাকা ব্রাজিল সম্প্রতি মারাকানা স্টেডিয়ামে তাদের সর্বশেষ ম্যাচে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে। ফলে তারা বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান এখনও ধরে রেখেছে।