নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয়

প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয় mysportsbd.com-google-news-channel  

জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় বেশ কিছু দিন থেকেই অফ ফর্মে আছেন। বিশ্বকাপের পর থেকেই রানের খরায় ভুগছেন এই ব্যাটার। সেই ধারা অব্যাহত ছিল বিপিএলেও। অবশেষে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলে নিজের ছন্দে ফিরেছেন হৃদয়। এটি তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এমন একটি স্মরণীয় সেঞ্চুরি মাকে উৎসর্গ করেছেন ডানহাতি এই ব্যাটার।

গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) হৃদয়ের ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে কারণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের হাতে। পুরস্কার গ্রহণের সময় হৃদয় সেঞ্চুরিটি তার মাকে উৎসর্গ করেন।

আরো পড়ুন: টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকে ডেভিড মিলার

ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘টি-টোয়েন্টিতে আমি প্রথম সেঞ্চুরি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেঞ্চুরি করা প্রত্যেক ব্যাটসম্যানের স্বপ্ন। গত বছর সেঞ্চুরি করার সুযোগ ছিল, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এবার সেঞ্চুরি করতে পেরেছি। এই অর্জন আমি আমার মাকে উৎসর্গ করছি।’

হৃদয় আরও বলেন, ‘সেঞ্চুরি প্রত্যেক ব্যাটসম্যানের জন্যই গুরুত্বপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। কারণ রান ছিল ১৭০ প্লাস। দুই-তিন ওভার ব্যাকফুটে গেলে ম্যাচ থেকে ছিটকে যাব। আসলে ছক্কা মারতে গেলে শক্তির প্রয়োজন হয়, বড় খেলোয়াড় ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের যারা আছে তারাই সাধারণত বড় ছক্কা হাঁকায়। আমাদের দেশের ব্যাটসম্যানরাও বড় ছক্কা মেরেছে, তবে হয়তো তাদের মতো নয়।’

আরো পড়ুন