শাস্তির মুখে পড়লেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার

শাস্তির মুখে পড়লেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার mysportsbd.com-google-news-channel  

নিজের মর্জিতে রঞ্জি ট্রফির ম্যাচ না খেলার খেসারত হারে হারে টের পাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষিত ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দুজনই। অথচ চুক্তিতে ঠিকই আছেন ইনজুরি সেড়ে মাঠে আসার অপেক্ষায় থাকা রিশাব পান্ত। নিয়মের শক্ত প্রতিফলন ও নতুন মুখদের সুযোগ করে দিয়ে চলতি মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিসিআই।

আরো পড়ুন: বিপিএল ফাইনালের আগে শাস্তির মুখে লিটন দাস

এর আগে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ কেন্দ্রীয় চুক্তিভুক্ত ও ‘এ’ দলের খেলোয়াড়দের রঞ্জিতে অংশ না নেওয়া সহ্য করা হবে না বলে হুমকি দিয়েছিলেন। নতুন কেন্দ্রীয় চুক্তিতে সেই কথারই প্রতিফলন হলো। গত বছরের ১ অক্টোবর থেকে এ বছরের ৩০ সেপ্টেম্বর সময়কালের জন্য চারটি গ্রেডে ক্রিকেটারদের চুক্তিভুক্ত করা হয়েছে।

এছাড়া কোনো ক্রিকেটার যদি এই মৌসুমে ভারতের হয়ে ৩টি টেস্ট বা ৮টি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তবে তিনিও গ্রেড ‘সি’ এর অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে বিসিসিআই। ধর্মশালা টেস্টে একাদশে থাকলে ধ্রুভ জুরেল ও সরফরাজ খান এই নিয়মের আওতায় চুক্তির মধ্যে পড়বেন।

আরো পড়ুন