একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি mysportsbd.com-google-news-channel  

চলতি বছরে ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। জানুয়ারিতে মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেই শুরু হবে জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক খেলা শুরু করবে বাংলাদেশ।

আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজও। টেস্ট সিরিজটি আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মার্চ ঢাকায় পা রাখবে লঙ্কানরা। সেখান থেকে চলে যাবে সিলেট। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুইটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

আরো পড়ুন: ক্রিকেটের তিন সংস্করণেই মাহমুদউল্লাহ পারফেক্ট প্লেয়ার

সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বন্দরনগরী চট্টগ্রামে যাবে লঙ্কানরা। সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে সকাল ১০টায়।

২২-২৬ মার্চ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সিলেটে। ৩০ মার্চ-৩ এপ্রিল সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দুটি টেস্টই শুরু হবে সকাল ১০টায়।

আরো পড়ুন