FIFA Rankings এ শীর্ষে থেকে বছর শেষ করল Argentina

argentina-finished-the-year-at-the-top-of-the-fifa-rankings mysportsbd.com-google-news-channel  

FIFA Rankings এ শীর্ষ দল হিসেবে বছর শেষ করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর প্রকাশিত সর্বশেষ FIFA Ranking এ সবার উপরে অবস্থান করছে কাতারের বিশ্বকাপ জয়ী দলটি। গত এপ্রিলে ব্রাজিলকে টপকে এক নম্বরে উঠে আসে আর্জেন্টিনা জাতীয় দল। এরপর থেকে তারা ধারাবাহিকভাবে তাদের অবস্থান ধরে রেখেছে। বর্তমানে Argentina দলের রেটিং পয়েন্ট ১৮৫৫.২০।

১৮৪৫.৪৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিং তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স। ফরাসিদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম। ১৭৮৪.০৯ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল ১৭৪৫.০৬ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

আরো পড়ুন: Copa America 2024 থেকে ছিটকে গেলো Neymar

বাংলাদেশ ফুটবল দল চলতি বছরে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। তাদের র‌্যাঙ্কিং এবং রেটিং দুটিতেই উন্নতি হয়েছে। FIFA Rankings এ ১৮৩তম অবস্থানে থেকে বছরটি শেষ করেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। বাংলাদেশ ফুটবল দলের রেটিং এখন ৯১৬.৭৫।

গত অক্টোবরে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ফুটবল দল। ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন না হলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। এরপর গত ১ ডিসেম্বর হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১২.০৬ থেকে বেড়ে ৯১৬.৭৫ হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ড্র করেছে জামাল-মোরসালিনরা। এর স্বীকৃতি হিসেবে বেড়েছে ৪ দশমিক ৬৯ পয়েন্ট।

আরো পড়ুন