বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি mysportsbd.com-google-news-channel  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলবেন না বলে জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিকে চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট স্ট্রাইকার্স। ইনজুরির কারণে নিয়মিত বোলিং করতে পারছেন না দলের পেসার ও অধিনায়ক মাশরাফি। এমনকি ম্যাচ খেলার জন্য ফিটও নন তিনি।

আরো পড়ুন: ইরফান শুক্কুরের ফেসবুকে পাকিস্তানিদের আক্রমণ, কিন্ত কেন?

ফিট না থাকার পরও খেলে শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার চলতি বিপিএল থেকে নিজ থেকেই সাময়িক বিরতি নিলেন মাশরাফি। সম্প্রতি তিনি জাতীয় সংসদের হুইপ হয়েছেন। সেই দায়িত্ব নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের চলতি আসরে ৫ ম্যাচ খেলে মাত্র ১ উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার অনুপস্থিতে চলতি আসরের বাকি ম্যাচগুলোতে সিলেটকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

আরো পড়ুন