ভারত থেকে সরানো হচ্ছে আইপিএল?

ভারত থেকে সরানো হচ্ছে আইপিএল? mysportsbd.com-google-news-channel  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হবে চলতি বছরের মার্চে। টুর্নামেন্টটি শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই জনপ্রিয়। এমনকি ভারতের এই ঘরোয়া লিগের সময় আন্তর্জাতিক ক্রিকেটও বন্ধ থাকে। ২০২৪ সালের আইপিএল শুরু হওয়ার পর ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আইপিএল ও নির্বাচনের মতো দুটি বড় ইভেন্ট সবার মধ্যেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

অনেকেই মনে করছেন, আইপিএল ভারতের বাইরে কোথাও সরানো হবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে আইপিএল এখনই ভারতের বাইরে সরানোর কোনও পরিকল্পনা তাদের নেই। বুধবার (১০ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়া এমন খবর প্রকাশ করেছে।

আরো পড়ুন: অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে আলোচনায় ‘টুয়েলভথ ফেল’ পরিচালকের ছেলে

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নির্বাচনের কারণে আইপিএল সরানোর কোনো পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। তবে কিছু ক্ষেত্রে তারা বিকল্প ভেবে রেখেছে।

যেসব রাজ্যের দল আছে, নির্বাচনী নিরাপত্তার কারণে সেখানে খেলোয়াড়দের নিরাপত্তার অভাব দেখা দিলে বিকল্প পথ বেছে নেবে বিসিসিআই। তারা সেইসব দলের হোম ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে সরানোর চিন্তা ভাবনা করে রেখেছে। সেক্ষেত্রে দলগুলোকে আগেই জানিয়ে দেওয়ার কথা ভাবছে আইপিএল কর্তৃপক্ষ।

গত ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। আইপিএলের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন