বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ছন্দে আছে খুলনা টাইগার্স। প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে তারা। ছন্দে আছেন দলের অধিনায়ক এনামুল হক বিজয়। ঢাকা থেকে শীর্ষে থাকার আনন্দ নিয়ে চায়ের দেশ সিলেটে পা রেখেছে খুলনা। তিন বিদেশি তারকার আগমনে দলের আনন্দ আরও বেড়ে গেল।
বিপিএলের সিলেট পর্বে খুলনায় যোগ দিয়েছেন লঙ্কান তারকা দাসুন শানাকা এবং দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নেওয়াজ। এই তিনজনের যোগদানে খুলনার শক্তি যে বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।
আরো পড়ুন: আর্জেন্টাইন ভক্তদের সুখবর দিলেন লিওনেল স্কালোনি
প্রথম দুই ম্যাচ শেষে দেশি খেলোয়াড়দের পাশাপাশি খুলনার বিদেশিরাও ভালো করেছে। দলের জয়ে ভূমিকা রেখেছেন এভিস লুইস, ওশান থমাস, ফাহিম আশরাফরা। নতুন তিন বিদেশি যুক্ত হওয়ায় ছয়জনের মধ্যে কোন চারজন পরের ম্যাচের একাদশে থাকবেন, সেটাই বড় প্রশ্ন। যা খুলনার জন্য মধুর একটি সমস্যা। যাঁরা আছেন, যাঁরা এসেছেন—প্রত্যেকেই নিজের জায়গায় সেরা।
বিপিএলে খুলনার পরবর্তী ম্যাচ আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায়। তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। প্রথম দুই ম্যাচে খুলনা যথাক্রমে চট্টগ্রাম স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালকে হারিয়েছে।