টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদির নতুন মাইলফলক

টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদির নতুন মাইলফলক mysportsbd.com-google-news-channel  

শুক্রবার (১২ জানুয়ারি) অকল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল পুঁজি পায় কিউইরা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটাই নিউজিল্যান্ড দলের সর্বোচ্চ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সাউদির আগুন ঝরা বোলিংয়ে ১৮ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

ফলে ৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল। এদিকে জয়ের দিনে অনন্য এক রেকর্ড গড়েন কিউই পেসার টিম সাউদি। পাকিস্তানের বিপক্ষে বল হাতে সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন সাউদি। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেট শিকারের গণ্ডি পার করেন সাউদি।

আরো পড়ুন: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রস্তুত হচ্ছে ভারত-পাকিস্তান!

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন টিম সাউদি। এই মাইলফলকে তিনিই প্রথম। ৩৫ বছর বয়সী সাউদি এই পর্যন্ত ১১৮ ম্যাচ খেলে শিকার ১৫১ উইকেট।

সাকিব আল হাসান বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাউদির পরেই অবস্থান করছেন। সাকিবের ঝুলিতে রয়েছে ১৪০ উইকেট। সাকিবের পর সর্বোচ্চ উইকেট শিকারি আফগানিস্তানের রশিদ খান।

৮২ ইনিংসে তার উইকেট ১৩০টি। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইশ সোধি। তিনি ১০২ ইনিংসে নিয়েছেন ১২৭টি উইকেট। অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মালিঙ্গা এখনও তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। ৮৩ ইনিংসে তার উইকেট সংখ্যা ১০৭টি।

আরো পড়ুন