বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে অভিযোগের অন্ত নেই সমর্থকদের। গত কয়েক বছরে ব্রডকাস্টিং, ডিআরএস, প্রোডাকশন কোয়ালিটিসহ নানা ইস্যুতেই সমালোচনার মুখে পড়ে বিসিবি। সেই সমালোচনাকে পাশ কাটিয়ে এবার আশার আলো দেখাতে পেরেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি যারা অনলাইনে বা টিভিতে দেখেছে, তাদের বেশিরভাগ সমর্থকই সম্প্রচারের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্রডকাস্টিংয়ের এমন আমূল পরিবর্তনকে বাহবা জানাচ্ছেন অনেকেই। ব্রডকাস্টিং কোয়ালিটি থেকে শুরু করে স্কোরকার্ড ডিজাইন, ধারাভাষ্য প্যানেল, সব কিছুতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। শত সমালোচনার মাঝেও এটাই প্রাপ্তি বিসিবির। নিশ্চয়ই এটার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে বিসিবি।
আরো পড়ুন: অভিষেক ম্যাচে অনন্য জাকের আলী
সদ্য সমাপ্ত বিপিএলেও ব্রডকাস্টিং দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করেছে বিসিবি। শুধু যে টিভি সম্প্রচারেই মন দিয়েছে, তা কিন্তু নয়। ধারাভাষ্যের মান বাড়াতে এবারের বিপিএলে মাইক্রোফোন হাতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কার রাসেল আরনল্ড, স্যার কার্টলি অ্যামব্রোস, এইচডি অ্যাকারম্যানের মতো তারকারা। এছাড়া প্লে-অফে দেখা গেছে জনপ্রিয় ধারাভাষ্যকর রমিজ রাজাকেও।
এখানেই শেষ নয়। পুরো মাঠে এবার ব্যবহার করা হচ্ছে ৩৫টি ফোর-কে ক্যামেরা। যা টিভি সম্প্রচারে দর্শকদের দিচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তাছাড়া ডিআরএসের সিদ্ধান্ত দ্রুতকরণের জন্য এবার দেখা গিয়েছে জিং স্ট্যাম্পেরও ব্যবহার। এ ছাড়া দুই প্রান্তের স্ট্যাম্পেই ছিল ব্যাক ক্যামেরা। যা সম্প্রচার মানকে করেছে আরও উন্নত।