বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি কার্যালয়ে নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল অধিনায়ক ইস্যু।
সভা শেষে সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি জানান, তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
আরো পড়ুন: নান্নুর বিদায়, নতুন প্রধান নির্বাচক লিপু
সবাই জানতো সাকিব আল হাসান অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন। নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে কৌতূহল ছিল। বৈঠক শেষে সবার কৌতূহল মেটালেন বিসিবি সভাপতি। সাকিবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা শান্তকেই করা হয়েছে পূর্ণকালীন অধিনায়ক।
নাজমুল হাসান বলেন, ‘কে অধিনায়ক হবেন তা নিয়ে আলোচনাটা দীর্ঘ সময় হয়েছে। এখন আমরা তিন ফরম্যাটেই শান্তকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছি। অন্তত এই বছরের জন্য। সাকিব সুস্থ হলে সে আবার বাংলাদেশ দলের অধিনায়ক হবে।’