সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর বিপিএলের দশম আসরেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবাই যে ক্রিকেটারের শেষ দেখে ফেলেছিলেন, সেই অভিজ্ঞ অলরাউন্ডার এখন টি-টোয়েন্টির দরজায় কড়া নাড়ছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, মাহমুদউল্লাহর ব্যাটিং তরুণদের জন্য অনুপ্রেরণা। একই সঙ্গে সুজন বলেন, মাহমুদউল্লাহর জন্য তার কষ্ট হয়।
বৃহস্পতিবার সিলেটে সুজন বলেন, ‘বিপিএল খারাপ হচ্ছে না। হয়তো আরো ভালো হতে পারতো। টুর্নামেন্টটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভালোই দেখছি। আমাদের ছেলেদের পারফরম্যান্স… গত ম্যাচে মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করেছে তা অনেককেই অনুপ্রাণিত করবে, বিশেষ করে তরুণদের। ডেথ ওভারে এভাবে ব্যাটিং করা, ফ্রি ব্যাটিং করা সত্যিই দারুণ।’
আরো পড়ুন: ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরছেন সাইফউদ্দিন
মাহমুদউল্লাহকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই মন্তব্য করে সুজন বলেন, ‘তার অভিজ্ঞতা, ছন্দ, আমি মনে করি কোনো খেলোয়াড় তাকে চ্যালেঞ্জ জানাতে পারবে না। টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার জন্য রিয়াদ অবশ্যই বিবেচনায় আসতে পারে।’
তবে মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কষ্ট পেয়েছেন সুজন, ‘আমি সব সময় বলি- মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার যোগ্য খেলোয়াড়। আমার খুবই কষ্ট হয় যে, মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। আমি এখনও মানতে পারিনা যে সে অবসর নিয়েছে। আমি মনে করি, টেস্ট খেলার যথেষ্ট সামর্থ্য তার আছে। বাংলাদেশের এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার।’