চলতি বিপিএল ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। কুমিল্লা শুরুতে ব্যাট করে ঢাকাকে ১৪৪ রানের টার্গেট দেয়। জবাবে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেন নাঈম শেখ। ৪০ বলে ৫২ রান করেন তিনি। এছাড়াও দানুশকা গুনাথিলাকার ব্যাট থেকে আসে ৪২ বলে ৪১ রান।
এর আগে চলতি বিপিএলের প্রথম ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আরো পড়ুন: বিপিএল ২০২৪ এর প্রথম ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক
কুমিল্লার ইনিংসের শেষ ওভারে বল করতে এসে এবারের আসরে প্রথম হ্যাটট্রিক তুলে নেন ঢাকার শরিফুল ইসলাম। প্রথম বল ডট হলেও পরের দুই বলে পরপর দুই ছক্কা হজম করেন শরিফুল।
এরপর শেষ তিন বলে তিন উইকেট শিকার করেন শরিফুল। খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলামকে সাজঘরে ফেরান তিনি। চলতি বিপিএলে এটাই প্রথম হ্যাটট্রিক। বিপিএল আসরে সব মিলিয়ে টানা তিন উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে সর্বমোট সাতবার।
কুমিল্লার পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। নিজের ব্যক্তিগত স্কোর কার্ডে ৫৬ বলে এই রান করেন তিনি। ৪১ বলে ৪৭ রান করেন তৌহিদ হৃদয়। আর ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শরিফুল।